Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

জুলাই ২৯, ২০২৫

সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা।

সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা।

বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি: সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী অক্টোবরে রিয়াদে অনুষ্ঠেয় ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII)’–এর নবম আসরে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়েফ বিন আবিয়াহ এই আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

২০২৫ সালের ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রিয়াদে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে এবারই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো সরকারপ্রধানকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হলো। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে প্রতি বছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে, যেখানে বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদ, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকরা অংশ নিয়ে থাকেন।

প্রধান উপদেষ্টা সৌদি ক্রাউন প্রিন্সকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “এমন একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমি এই বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করব।”

বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ-সৌদি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সৌদি ক্রাউন প্রিন্সের ঢাকা সফরের সম্মতি প্রদানকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানান। নির্ধারিত সময়েই এই সফর বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *