Shopping cart

  • Home
  • আন্তর্জাতিক
  • গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ কুবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ কুবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

এপ্রিল ৮, ২০২৫

কুবি প্রতিনিধি: ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান ইসরায়েলের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজ রহমান শুভ বলেন,ফিলিস্তিনের গাজা ও রাফায় ইজরায়েল কর্তৃক গণহত্যা হচ্ছে মুসলিম নিধনের ন্যাক্কারজনক হামলা,এই হামলা কোনোভাবেই পৃথিবীর কোন মুসলমান বেঁচে থাকতে মেনে নিবে না,এই হামলা আমেরিকার সহায়তায় ইহুদি রাষ্ট্র ইজরায়েল করেছে। এই গণহত্যা ও ফিলিস্তিন দখলের ষড়যন্ত্র আমরা তথা সারা পৃথিবীর কোন মুসলমান মেনে নিবে না।

তিনি আরও বলেন,আল আকসা ও ফিলিস্তিনের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত। অতিবিলম্বে ইজরায়েলকে এই গণহত্যা বন্ধ সহ ফিলিস্তিনের ভূমি ত্যাগ করার আহ্বান জানাই। এসময় তিনি সম্প্রতি ভারতে মুসলমান বিরোধী “ওয়াক্ফ বিল” এর চরম বিরোধিতা করেন,অতি দ্রুত মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে তিনি ভারতের পার্লামেন্টের কাছেও দাবি জানান।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক, আবদুল্লাহ আল মামুন বলেন, ইহুদি রাষ্ট্র ইজরায়েল এই হামলা করে ফিলিস্তিন দখল নিতে চায়,আমাদের মুসলিম ভাই বোনদের উপর গণহত্যা চালিয়ে এই ভূমি দখলের নীলনকশা কখনো পৃথিবীর মুসলিম সফল হতে দিবে না। আমরা মুসলিম জাতি হিসেবে আমরা আমাদের ভাই বোনদের রক্ষায় প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *