শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জের ধরে আঙ্গুরা (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী নাজমুল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার হারিয়া গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আঙ্গুরা ওই এলাকার মীরনগর গ্রামে মোহাম্মদ আলীর মেয়ে।
আঙ্গুরার পরিবার সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তাদের দুজনের মধ্যে প্রায় ঝগড়া হত। গতকাল রাতে তাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ের তাকে সোমবার ভোর রাতে কিংবা সকালে আঙ্গুরাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী নাজমুল পালিয়ে গেছে। তাদের ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। মাধবপুর থানার সেকেন্ড অফিসার এস আই শাহনুর জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পারিবারিক কলহে প্রায় স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ভোরে বা সকালে কোন এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। অভিযুক্ত স্বামীকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।