দোয়ারাবাজার, (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রকৌশলীর গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন ছাতক উপজেলা প্রভাবশালী আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট শংকর কুমার দাসকে। এনিয়ে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন এইসব কর্মকর্তা আওয়ামীলীগকে পুনবার্সন করছেন।
বুধবার (১৬ জুলাই) দুপুর ২ টার দিকে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে সুনামগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনের সাথে তার ব্যবহৃত সরকারি গাড়িতে ঘুরতে দেখা যায় আওয়ামীলীগ নেতা শংকর কুমার দাশকে। গাড়ি থেকে নামার পর পরই হাটার পথে স্থানীয় সাংবাদিকরা এর ভিডিও চিত্র ধারণ করে। পরে উপজেলা প্রকৌশলির কার্যালয়ে গিয়ে মধ্যাহ্নভোজ করেন এলজিইডি’র কর্মকর্তারা ও আওয়ামীলীগ নেতা।
জানা যায়,আওয়ামীলীগ নেতা শংকর কুমার দাস সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বিশ্বস্ত কর্মী। আওয়ামীলীগের ক্ষমতা কালে ত্রাসের রাজত্ব গড়ে তুলে ছিলেন তিনি। ছাতক উপজেলার বিএনপি -জামায়াতের নেতৃবৃন্দকে অনেক হয়রানি, নির্যাতন ও নিপিড়ন ও হয়েছে তার মদদে। জুলাই-আগস্ট আন্দোলনে শংকর কুমার দাশ ছাত্রজনতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রলীগকে নেতৃত্ব দেয় শংকর কুমার দাস।
তাৎক্ষণিক সাংবাদিকরা উপজেলা এলজিইডি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আওয়ামীলীগ নেতা কেনো সরকারি গাড়ি চরতেছে এমন প্রশ্নের জবাবে সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন,শংকর কুমার দাসকে ব্যবসায়ী হিসেবে গাড়িতে উঠানো হয়েছে। এখানে দলীয় পরিচয়ের কোন প্রয়োজন। এখানে দলীয় পরিচয় নয় ,পেশার পরিচয়ে কাজ করতে হয়।
এসময় জেলা এলজিইডি কর্মকর্তা ছাড়াও দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল হামিদ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ছাত্রজনতার জুলাই অভূত্থান পরবর্তী প্রেক্ষাপটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে সরকারি গাড়িতে নিয়ে চড়া খুবই দুঃখজনক। এতে করে ওইসব কর্মকর্তারা আওয়ামীলীগকে পূনবার্সন করছে এতে কোন সন্ধেহ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান,দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল হামিদ প্রায় সময়ই আওয়ামীলীগ নেতার সাথে গাড়িতে চলাফেরা করতে দেখা যায়। উনার অফিসেও অন্যান্য দলের নেতাকর্মীদের চেয়ে আওয়ামীলী-ছাত্রলীগের নেতাকর্মীদের বসে থাকতে বেশি দেখা যায়। এছাড়াও উপজেলা এলজিইডি কর্মকর্তা আওয়ামীলীগের মতাদর্শে বিশ্বাসী বলেও জানা যায়।
এবিষয়ে প্রশ্ন করা হলে সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী, মোঃ আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,শংকর কুমার দাশকে আমি আওয়ামীলীগ নেতা পরিচয়ে গাড়িতে তুলিনি। উনি গাড়িতে উঠেছেন ব্যবসায়ী হিসেবে।