Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

আওয়ামীলী’গের সাংগঠনিক সম্পাদকসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৪, ২০২৫

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৫নেতা কর্মী কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখ, আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান, ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতা রিমন রহমান কাঞ্চন, বগুড়া।

পৌরসভার ১২নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেন এবং শহর আওয়ামী’লীগ নেতা মাহমুদুন্নবি রাসেল। এর মধ্যে মাহমুদুন্নবি রাসেলকে গ্রেপ্তারী পরোয়ানা মূলে ও বাকিদের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন বগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।

ওসি এস এম মঈনুদ্দীন আরও বলেন, বগুড়া সদর থানা পুলিশের নেতৃত্বে রাতভর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *