Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • দুর্নীতি
  • রাঙ্গামাটিতে ঘুষ লেনদেনে সার্ভেয়ার জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন

রাঙ্গামাটিতে ঘুষ লেনদেনে সার্ভেয়ার জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন

অক্টোবর ১৪, ২০২৫

রাঙ্গামাটিতে ঘুষ লেনদেনে সার্ভেয়ার জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন।

রাঙ্গামাটিতে ঘুষ লেনদেনে সার্ভেয়ার জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন।

আহমদ বিলাল খান: রাঙ্গামাটি সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমাকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার ও চাকুরী থেকে বরখাস্ত করার দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্য। এতে বক্তারা বলেন, ঘুষখোর জেনন চাকমাকে রক্ষাকারী কর্মকর্তা রাঙ্গামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি সদর উপজেলা ভূমি অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্যের উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভাগীয় তদন্তের মাধ্যমে জেনন চাকমাকে বদলি নয় বরং চাকরি থেকে বরখাস্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

ভূমিসেবা দুর্নীতিমুক্ত রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিছু অসাধু কর্মচারী ও কর্মকর্তার কারণে সেটা ব্যাহত হচ্ছে। তারা সাধারণ মানুষের কাছে এ সমস্ত কাজের জন্য ঘুষ বাণিজ্য বা কমিশন বাণিজ্য করছে। এতে মানুষের দুর্ভোগ কমার উদ্দেশ্য হাসিল হচ্ছে না।

সংগঠনের প্রধান সমন্বয়ক জুঁই চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সংগঠনের সমন্বয়ক মোঃ সাখাওয়াত হোসেন (দপ্তর), সমন্বয়ক শহিদুল ইসলাম, সচেতন নাগরিক মো. কামাল উদ্দিন, ডায়লগ ফর পিচ অফ সিএইচটি (ডিপিসি)এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কামাল হোসেন সুজন প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি জেনন চাকমার ঘুষ গ্রহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে তাকে অন্যত্র বদলি করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *