Shopping cart

  • Home
  • সারাদেশ
  • সুনামগঞ্জ জেলা পূজাউদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিকের মাতা বীনা রানী বনিকের মৃত্যুতে,বিভিন্নজনের শোক প্রকাশ

সুনামগঞ্জ জেলা পূজাউদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিকের মাতা বীনা রানী বনিকের মৃত্যুতে,বিভিন্নজনের শোক প্রকাশ

ডিসেম্বর ২৮, ২০২৫

সুনামগঞ্জ জেলা পূজাউদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিকের মাতা বীনা রানী বনিকের মৃত্যুতে,বিভিন্নজনের শোক প্রকাশ।

সুনামগঞ্জ জেলা পূজাউদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিকের মাতা বীনা রানী বনিকের মৃত্যুতে,বিভিন্নজনের শোক প্রকাশ।

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার নিবাসী স্বর্গীয় নগেন্দ্র চন্দ্র বনিকের সহধর্মিনী ও নৃপেন্দ্র চন্দ্র বণিক নিপু স্বর্ণা জুয়েলার্সের স্বত্বাধিকার নিখিল চন্দ্র বনিক,বিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী নির্মল চন্দ্র বনিক সুচিত্রা ফ্যাশন ও স্মার্ট কালেকশনের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বণিকের মমতাময়ী মাতা বীনা রানী বণিক(৮৬) বার্ধক্যজনিত কারণে শনিবার (২৭ ডিসেম্বর) রাত্র ১০-১৫ মিনিটে সিলেট আল হারামাইন মেডিকেল হাসপাতালে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর । তিনি চার পুত্র, ৮ কন্যা সন্তান এবং নাতি নাতনীসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।

রোববার সকালে সুনামগঞ্জ শহরের ধোপাখালীস্থ শশ্মানঘাটে বীনা রানী বণিকের সৎকার কার্য সম্পন্ন হয়েছে।

স্বগীয় বীনা রানী বণিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকান করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাসুদেব ধর সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা সহ-সভাপতি এড, মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য শিবু সাবেক সহ-সভাপতি নৃপেশ তালুকদার নানু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড, বিমান কান্তি রায়সহ জেলার বিভিন্ন উপজেলার সভাপতি সম্পাদক ।

এছাড়াও শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,সুনাসমগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, দেওয়ান এমদাদ রেজা চৌধুরী ,সুনামগঞ্জ-৪ আসনে জাতীয়াটির্টর লাঙ্গল প্রতীকের প্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল, সিরাজুল ইসলাম, ওয়াহিদুর রহমান, আকবর আলী, করুনা সিন্ধু চৌধুরী বাবুল, অদ্বৈত্য রায়, কলামিষ্ট সুখেন্দু সেন, হারু কুমার সৌরভ, এডভোকেট আখতারুজ্জামান সেলিম, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর তালুকদার, অ্যাডভোকেট খলিল রহমান, এড শাহিন ও অ্যাডভোকেট গৌরাঙ্গ দাসসহ অনেকেই।

নেতৃবৃন্দরা এক শোকবার্তা স্বগীয় বীনা রানী বণিকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার চিরশান্তি কামনার শাপাপাশি তার পরিবার পরিজনসহ আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *