সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ১’লা ফ্রেব্রুয়ারি সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা জামায়াতের উদ্যোগে প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) বিকালে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সামন থেকে এ মিছিল শুরু হয়ে মিছিলটি দোয়ারাবাজার উপজেলা পরিষদ,দোয়ারাবাজার থানা ও দোয়ারাবাজার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, এসিস্টেন্ট সেক্রেটারি মাও সিদ্দিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সভাপতি, সেক্রেটারি,উপজেলা যুব ফোরামের সভাপতি, সেক্রেটারি, উপজেলা ছাতড় শিবিরের সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ প্রমুখ।
নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আগামী ১ তারিখের কর্মী সম্মেলন সফল করার জন্য সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।