দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাদ্রাসার শিক্ষকে কথিত বিএনপি নেতাকর্তৃক প্রতি অশোভন আচরণ ও হেনস্থার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউপি’র ইসলামপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মাদ্রাসা সূত্রে জানা যায়, আগামী ২১ জুলাই মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু স্থানীয় ব্যক্তি ও কথিত বিএনপি নেতা আজির বেগ নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা নিতে শিক্ষককদের চাপ দেন। সময়সীমা অতিক্রম করায় তা গ্রহণ না করায় আজির বেগ ক্ষুব্ধ হয়ে মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অশালীন গালিগালাজ করে হেনস্তা করে।
ঘটনার পর শিক্ষার্থীরা এ আচরণের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত আজির বেগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। পরে সুপার ও স্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপ ও প্রতিশ্রুতিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বন্ধ করে।
মাদ্রাসার সুপার মাও মোহাম্মদ আলী ভূঁইয়া জানান, গত ২৫ জুন দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ১ জুলাই থেকে ৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৭ জুলাই যাচাই-বাছাই, ১০ জুলাই মনোনয়ন প্রত্যাহার এবং ২১ জুলাই ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু আজির বেগ উক্ত সময়ের বাহিরে এসে উনার কাগজাদি জমা দিতে চান। উনার কথা মতো কাগজ না নেওয়ায় উনি এরূপ আচরন করেছেন।
এদিকে,বিক্ষুব্ধ একাধিক শিক্ষার্থীর অভিযোগ যে মাদ্রাসার শিক্ষকদের হেনস্তাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ করায় আজির বেগের ছেলে রিফাত বেগও তার আত্মীয়রা ওইসব একাধিক শিক্ষার্থীকে প্রতিশোধ নেওয়ার হুমকি প্রদান করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত আজির বেগ অভিযোগ অস্বীকার করেন।