Shopping cart

দোয়ারাবাজারে বিচার শালিসে মধ্যস্থতাকারী যুবককে ছুরিকাঘাত

জুন ১০, ২০২৫

দোয়ারাবাজারে বিচার শালিসে মধ্যস্থতাকারী যুবককে ছুরিকাঘাত

দোয়ারাবাজারে বিচার শালিসে মধ্যস্থতাকারী যুবককে ছুরিকাঘাত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে গ্রাম্য বিচার শালিসে এক পক্ষের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) মধ্যস্থতাকারী যুবক আহত হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও -চারুগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত আনোয়ার হোসেন খাইরগাঁও গ্রামের ওয়াহাব আলী’র পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা যায়, গত ৬ জুন দিবাগত রাত উপজেলার নরসিংপুর ইউপি’র খাইরগাঁও ঈদগাহের পাশে দ্বীনেরটুক গ্রামের গোলাম রব্বানী’র পুত্র সাহাব উদ্দিন (২৮), খাইরগাঁও গ্রামের মৃত: আব্দুল কদ্দুস এর নাতি সুমন মিয়া(২৫) ও সুরুজ মিয়া’র পুত্র রিয়াজ উদ্দিন মদ্যপান করে খাইরগাঁও গ্রামের নোয়াব আলী’র পুত্র আলাল মিয়া (২৫) বাড়িতে হামলা করে ভাংচুর করে। এ ঘটনায় আলাল মিয়া প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করে উপরোল্লিখিত কিশোরগ্যাং এর সদস্যরা। এবং তাকে দেখে নিবে বলেও হুমকি দিয়ে চলে যায়।

এই ঘটনা মিমাংসার লক্ষে মঙ্গলবার সকালে দ্বীনেরটুক ও চরুগাঁও গ্রামের মধ্যর্বতী স্থানে দু’পক্ষের সম্মতিতে গ্রাম্য বিচার শালিসের বৈঠক বসে।

এতে শালিস চলাকালীন মদ্যপানকারী কিশোরগ্যাং সদস্য ভাগনা সুমনের পক্ষ নিয়ে খাইরগাঁও গ্রামের মৃত: কদ্বুস আলী’র ছেলে (মামা) আবুল কালাম, একই গ্রামের মৃত: সুনু মিয়ার পুত্র কালা মিয়া’র সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। দু’পক্ষের বাকবিতন্ডা মিমাংসা করতে উপস্থিত শালিসী মুরুব্বিদের সাথে খাইরগাঁও গ্রামের ওয়াহাব আলী’র পুত্র আনোয়ার হোসেন(৩৫) ও দুপক্ষকে মধ্যস্থতায় বুঝানোর একপর্যায়ে আবুল কালাম উদ্দেশ্য প্রনোদিত ভাবে আনোয়ার হোসেনের পেটে ছুরিকাঘাত করে।

এতে স্থানীয়রা আনোয়ার হোসেনের শরীরে রক্ত দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আবুল কালাম ও তার সঙ্গীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

শালিসকারী ইউপি সদস্য ইশ্রাঈল আলী জানান, দু’পক্ষের পূর্বের একটি বিরোধ নিষ্পত্তির জন্য মঙ্গলবার গ্রাম্য শালিস বসে। শালিস চলাকালীন দু’জনের কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল কালাম আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে। বিচার শালিসে এমন একটি নেক্ষার জনক ঘটনা খুবই দুঃখজনক। এমন বিচার শালিসে মুরব্বিদের (শালিসী ব্যক্তি) নিরাপত্তা কতটুকু আছে আমার জানা নেই।

ঘিলাছড়া গ্রামের শালিস ব্যক্তি লইলুছ খাঁন জানান,আজকে বিচার শালিসে যে ঘটনাটি ঘটছে। এরকম হলে মানুষ আর গ্রাম্য শালিস বৈঠকে বসবেনা। যেখানে মানুষের নিরাপত্তা নেই, সেখানে বিচার বৈঠক বসতে মানুষ আগ্রহ হারাবে। আমি এই দুষ্কৃতকারীকে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট দাবি জানাই।

দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ওই এলাকার কিছু যুবকদের একটা বিষয় সমাধান করতে এলাকার বেশ কয়েকজন মুরুব্বি শালিস বৈঠকে বসে। এমন অবস্থায় দু’জনের কথা-কাটাকাটির মধ্যে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করা হয়। এমন ঘটনা খুবই দুঃখজনক। এরকম হলে মানুষ আর নিজের খেয়ে শালিস বৈঠকে আসবেনা।

ঘটনাস্থল পরিদর্শনকারী দোয়ারাবাজার থানার এসআই আব্দুল জলিল জানান,শালিসি বৈঠক চলাকালীন যুবককে ছুরিকাঘাত করার ঘটনার খবর পেয়ে পুলিশ সরেজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *