Shopping cart

এসআই আতিয়ার রহমান’র সাহসী ভূমিকায় যেভাবে আটক হলো দোয়ারাবাজারের হাছন হত্যা’র ২ আসামী

জানুয়ারি ১৮, ২০২৫

সোহেল মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের হাসান আলী হত্যা মামলার প্রধান ২ আসামীকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে দোয়ারাবাজার থানা পুলিশ।

শনিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।

পুলিশ জানায় পূর্ব বিরোধের জেরে গত ২৬ ডিসেম্বর  রাত সাড়ে ১১ টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলী’র পুত্র হাছান আলী (৩১) কে বুকের বাম পাশে, ঘাড়ের নিচে ও পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করেও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া গুরুতর জখম করে। ভিকটিমের শোর চিৎকারে আশেপাশের লোকজন তাহাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে হাছান আলী (৩১) কে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাছান আলী’র বড় ভাই মোঃ রোশন আলী (৩৫) বাদী হয়ে এজাহারনামীয় ৯ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জন আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ( ধারা-১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড) রুজু করে মামলার তদন্তবার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান এর নিকট অর্পন করা হয়।

এতে চৌকস পুলিশ কর্মকর্তা এসআই মোহাম্মদ আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা উত্তরা হইতে এজাহারনামীয় আসামী ইউনিয়নের তেরাপুর গ্রামের মৃত: আফিজ আলী’র পুত্র গৌছ আলী (৬০). ও তার পুত্র মাহিন মিয়া (১৯)কে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *