Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • শ্যামনগর উপজেলায় সুশীলনের উদ্যোগ বনজীবি জরিপ মূল্যায়ন ওয়ার্কসপ অনুষ্টিত

শ্যামনগর উপজেলায় সুশীলনের উদ্যোগ বনজীবি জরিপ মূল্যায়ন ওয়ার্কসপ অনুষ্টিত

মার্চ ৬, ২০২৫

রাকিবুল হাসান (সাতক্ষীরা) শ্যামনগর প্রতিনিধিঃ আজ ০৬/০৩/২৫ তারিখ সকাল ১০ টায় বনজীবি জরিপ মুল্যায়ন ওয়ার্কসপ অনুষ্টিত, সুশীলনের বাস্তবায়িত এম.এফ.সিসিএল প্রকল্পের অধিনে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের  ৯২ নং মরাগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্বেখালী সুন্দরবন নির্ভরশীল পরিবার,ভিসিএফ, পিএফ, সিএমসি,সরকারি কর্মকর্তা, সুশীলনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং ল্যান্ডেসার প্রতিনিধির সমন্বয়ে এক জরিপ মুল্যায়ন ওয়ার্কসপের আয়োজন করা হয়।

উক্ত ওয়ার্কসপে সুশীলনের নির্বাহী প্রধান উপকুলবন্ধু মোস্তফা নুরুজ্জামান বলেন আমরা এখানে এসেছি আপনাদের মাধ্যমে প্রকৃত বনজীবি চিহ্নিত করার জন্য এবং কে বনজীবি কে বনজীবি না তা আপনারাই ঠিক করবেন। অন্য দিকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যাতে প্রকৃত বনজীবি পায় সেই বিষয় টা ও অত্যান্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের ভূমি অধিকার নিয়ে ও কাজ করা।শাহিনা পারভীন উপ-পরিচালক সুশীলন বলেন সদস্যদের মধ্যে নারী একটা বড় ভুমিকা রাখে কারন স্বামীরা অধিকাংশ সময় পরিবারের আয় উপার্জন করতে বনে থাকে, সেক্ষেত্রে পরিবারের সিদ্ধান্ত নিতে যেমন নারীর ভুমিকা রয়েছে তেমনি সংগঠনে নারীর ভুমিকা রয়েছে।

তিনি আরও বলেন সিএফ মহোদয়ের সাথে কথা হয়েছে যে পিএফে নারী কত ৫০% থাকবে উল্লেখ থাকলে ও অন্য ক্ষেত্রে তা উল্লেখ নেই। পরবর্তীতে সাতক্ষীরা কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহামুদা পারভীন বলেন প্রকৃত বনজীবীদের চিহ্নিত করা আসলে অত্যান্ত গুরুত্বপূর্ণ কাজ যা সুশীলন করতে চলছে এ জন্য সুশীলনকে ধন্যবাদ জানান।

এ ছাড়া সুন্দরবন রক্ষায় নারীর ভুমিকা অনস্বীকার্য। আমাদের কে নিজেদের প্রয়োজনে সুন্দরবন রক্ষা করতে হবে।ফরেস্ট কর্মকর্তা বাবু পিন্টু বাড়ৈ বলেন সুন্দরবন আমাদের মায়ের মতন,তিনটি জিনিস তিনি যাতে বনজীবিরা না করে তা নিষেধ করেছেন, বিষ দিয়ে মাছ সংগ্রহ না করা, অবাধে বন্যপ্রাণী  শিকার না করা, অবাধে গাছ না কাটা।

এ ছাড়া মুন্সিগঞ্জ ইউনিয়নের ও সাবেক ইউ পি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন বিগত সময়ে সুশীলন যেভাবে উপকূলের মানুষের পাশে থেকে কাজ করেছে ঠিক তেমনি ভাবে যেন বনজীবিদের তালিকা সঠিক ভাবে তুলে নিয়ে আসে সেই আসা রাখি।

এছাড়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নুরুন্নবী প্রিন্স আজকের ওয়ার্কশপের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া ও উপস্থিত সদস্যদের মধ্য থেকে সিপিজি,ভিসিএফ,সিএমসির অন্য সদস্যরা বক্তব্য রাখেন প্রমুখ। আর সম্পূর্ণ অনুষ্ঠান টি সঞ্চালনা করেন প্রকল্পের উপজেলা ম্যানেজার সাজ্জাদ হোসেন সাজুু,এছাড়া দিপালী, তাহেরা , লিটন, হাকিম, শাহানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *