Shopping cart

  • Home
  • সারাদেশ
  • সুনামগঞ্জ
  • জেলার শীর্ষ সংগঠন ‘সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন সম্পন্ন: সভাপতি শামীম, সম্পাদক জসীম

জেলার শীর্ষ সংগঠন ‘সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন সম্পন্ন: সভাপতি শামীম, সম্পাদক জসীম

সেপ্টেম্বর ১, ২০২৫

জেলার শীর্ষ সংগঠন 'সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি'র নির্বাচন সম্পন্ন: সভাপতি শামীম, সম্পাদক জসীম

জেলার শীর্ষ সংগঠন 'সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি'র নির্বাচন সম্পন্ন: সভাপতি শামীম, সম্পাদক জসীম

সুনামগঞ্জ প্রতিনিধি: আনন্দমুখর পরিবেশে সুনামগঞ্জের সক্রিয় গণমাধ্যম কর্মীদের শীর্ষ সংগঠন ‘সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ রোববার ( ৩১ আগস্ট ) সুনামগঞ্জ পৌর বিপনীস্হ তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বেলা ২টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

এ নির্বাচনে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম সভাপতি ও দৈনিক আমার দেশ’র জেলা প্রতিনিধি জসীম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী ও দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহরিয়ার সুমন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে এনটিভি ইউরোপ’এর সুনামগঞ্জ প্রতিনিধি লুৎফুর রহমান, রাইজিংবিডি’এর সুনামগঞ্জ প্রতিনিধি ও দৈনিক জৈন্তাবার্তার ডেস্ক ইনচার্জ মনোয়ার চৌধুরী দপ্তর সম্পাদক পদে, ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভি’এর মিজানুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন’এর সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী, দৈনিক দেশ রূপান্তর’র সুনামগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান পীর, একাত্তর টেলিভিশন ও দৈনিক সিলেটের ডাক’ এর জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জেলার শীর্ষ সংগঠন ‘সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করতে তিনজন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুনামগঞ্জ জেলার তথ্য অফিসের উপ পরিচালক শেখ ওয়ালী ফয়েজ, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা ও ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাইদ। এর আগে বুধবার ২০ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। শুক্রবার ২২ আগস্ট মনোনয়নপত্র ক্রয় শুরু হয়ে শেষ সময় পর্যন্ত ১৬ জন প্রার্থী মনোনয় পত্র দাখিল করেছেন। আজ রোববার ( ৩১ আগস্ট ) নির্বাচন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র মোট ৪৫ সদস্যের মধ্যে ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। মনোনয়ন জমা ও বাছাই শেষে গত মঙ্গলবার রাতে চূড়ান্ত প্রার্থীতা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের ভোটারদের মধ্যে উৎসবের আমেজ ছিলো ব্যাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *