সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলি ইউনিয়নের নাদানপুর গ্রামের সামাজিক সংগঠন শাহজালাল একতা ইসলামি যুব সংঘের উদ্যোগে গ্রামের সকল মুর্দেগানের ঈসালে সাওয়াব উপলক্ষে ২য় বার্ষিক ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নাদামপুর মোহাম্মদীয়া কেন্দ্রীয় জামে মসজিদ সামনের মাঠে ২৮ডিসেম্বর শনিবার বেলা ২ঘটিকা হতে মধ্য রাত পর্যন্ত মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে হাজি আব্দুর রাজ্জাক ও মো:আসক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বয়ান পেশ করেন ছাহেব জাদায়ে ফুলতলী হযরত মাওলানা আল্লামা নজমুদ্দীন চৌধুরী, বিশেষ অতিথির বয়ান করেন ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আল্লামা ছমির উদ্দিন, বিশেষ মেহমান হিসেবে বয়ান করেন নাদামপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ,প্রধান আকর্ষণ হিসেবে বয়ান করেন নারায়ণগঞ্জ আব্বাসী মঞ্জিলের মুবাল্লীগ মাওলানা মুফতি সাজিদুল বারী আস-কালানী,প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মাওলানা হাফিজ ক্বারী আতিকুর রহমান বিপ্লবী।
অন্যান্যদের মধ্যে বয়ান করেন হযরত মাওলানা রুহুল আমীন বিপ্লবী, হিজলা পুরাতন জামে মসজিদের ইমাম হযরত মাওলানা শিহাব উদ্দিন।
সম্মেলনে এলাকার সকল মুর্দেগান,দেশ ও বিদেশের সকলের জন্য মোনাজাত করা হয়।