Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • গোবিন্দগঞ্জে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত।

গোবিন্দগঞ্জে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত।

সেপ্টেম্বর ২৪, ২০২৪

সুনামগঞ্জ ছাতকের গোবিন্দগঞ্জে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা:) মাহফিল ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) উপজেলার গোবিন্দগঞ্জস্থ লাইটেস স্ট্যান্ডে বাদ যোহর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সীরাতুন্নবী (সা:) মাহফিলে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী। সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন এর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়জুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর জামায়াতের সুরা ও কর্মপরিষদের সদস্য, অবসর প্রাপ্ত সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল-মাদানী, গোবিন্দনগর ফজলিয়া ফাযিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ আবদুস ছোবহান, ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা মখছুছুর রহমান, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সুলতান আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদের সদস্য এ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মনিরুজ্জামান পিয়াস, খেলাফত মজলিস নেতা আলমাছ আলী ও হাফেজ মাওলানা আবদুল হাই।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সৈয়দ মনছুর আহমদ, সহ সেক্রেটারী আবদুল আউয়াল, ব্যবসায়ী আবদুল হাই আযাদ, আনু মূসা রাসেল, ছাত্রশিবিরের সভাপতি আবদুল মুমিন, রবিউল ইসলাম, ফাহিম আহমদ, এমদাদুল ইসলাম, কেএম ফরিদ উদ্দিন, সিলেট মহানগরীর জামায়াত নেতা নাজমুল হোসেন ও উবায়দুল হক শাহীন, সাবেক শিবির নেতা ইমরুল হাসান জাফরী, মাওলানা সালাহ উদ্দিন, হোসাইন আহমদ লনি মেম্বার, জাবেদ আহমেদ, নাছির উদ্দিন ও আরাফাত আহমদ রাহাত। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেটের দিশারী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হয় ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা।

মোঃ তাজিদুল ইসলাম:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *