Shopping cart

সৌদি আরবে মোটরসাইকেলে লাইসেন্স বন্ধের ঘোষণা।

অক্টোবর ১৬, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

অনলাইন ভিত্তিক ফুড ডেলিভারি সহ মোবাইল অ্যাপ ব্যবহার করে মোটরসাইকেল দিয়ে যারা ডেলিভারিতে কাজ করারা ইচ্ছুক তাদের হঠাৎ করে নতুন করে মোটরসাইকেল লাইসেন্স না দেওয়ার ঘোষণা দেন সৌদি আরব ট্রান্সপোর্ট জেনারেল কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত লাইসেন্স প্রদান বন্ধ থাকবে।

দেশটির ট্রান্সপোর্ট জেনারেল কর্তৃপক্ষের মুখপাত্র সালেহ আল জাওয়াদের বরাত দিয়ে আল ইকতিসাদিয়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব মোয়াসাসা বা কোম্পানি মোটরসাইকেল দিয়ে লোক কাজ করাতেন তাদেরকে যে পদ্ধতিতে লাইনেন্স সরবরাহ করা হতো সেটি এখন শেষ হয়ে গেছে।

সৌদিআরব ট্রাফিক বিভাগ রাস্তা নিরাপত্তার স্বার্থে রিয়াদ ও জেদ্দার বিভিন্ন রাস্তা থেকে একাধিক বাইক চালককে গ্রেপ্তার করেছে। যারা ফুড ডেলিভারি সহ অন্যান্য ডেলিভারি কাজে নিয়োজিত ছিল। তাদের কাজের অনুমতি না থাকা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার করা হয়।

বস্তুত সৌদি আরবে করোনা মহামারির পর থেকে মোবাইল অ্যাপ ব্যবহার করে ডেলিভারির তথা ফুড ডেলিভারিতে প্রচুর পরিমানে কাজ বেড়েছে। ফলে এ খাতে চাকরি সুবিধার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *