Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

মাধবপুরে সৌদি আদম ব্যবসায়ীকে গণধোলাইয়ের জেরে সংঘর্ষে পুলিশসহ আহত ৬০

আগস্ট ১৩, ২০২৫

মাধবপুরে সৌদি আদম ব্যবসায়ীকে গণধোলাইয়ের জেরে সংঘর্ষে পুলিশসহ আহত ৬০

মাধবপুরে সৌদি আদম ব্যবসায়ীকে গণধোলাইয়ের জেরে সংঘর্ষে পুলিশসহ আহত ৬০

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সৌদি আরবে আদম ব্যবসায়ী হারুন মিয়াকে গণধোলাইয়ের জেরে মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ওসিসহ ৭/৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) বিকালে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা যায়, বুল্লা গ্রামের ধলাই মিয়ার ছেলে হারুন মিয়া ভালো চাকরি দেওয়ার প্রলোভনে মোটা অংকের টাকার বিনিময়ে এলাকার কিছু যুবককে সৌদি আরবে নেন। সেখানে গিয়ে এসব যুবক কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হন। সোমবার (১১ জুলাই) সৌদি আরবের বাতা সার্কেটে হঠাৎ হারুন মিয়াকে দেখতে পেয়ে গণধোলাই দেয় তারা। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনার জেরে বুধবার বিকালে বুল্লা গ্রামের ধলাই মিয়ার গোষ্টির লোকজন ওই যুবকদের আত্মীয় স্বজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে চেষ্টা করেন। এসময় ওসি সহ ৭/৮ জন পুলিশ আহত হন।

ওসি মো. সহিদ উল্ল্যা জানান, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্র জানিয়েছে অন্তত ৫০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *