Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • সিলেটে হকারমুক্ত সড়ক ও যানজট সমাধানে গোলটেবিল বৈঠক

সিলেটে হকারমুক্ত সড়ক ও যানজট সমাধানে গোলটেবিল বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৫

সিলেটে হকারমুক্ত সড়ক ও যানজট সমাধানে গোলটেবিল বৈঠক।

সিলেটে হকারমুক্ত সড়ক ও যানজট সমাধানে গোলটেবিল বৈঠক।

মাহফুজ কাউসার ছাদি: বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিলেটের হোটেল ক্রাউন পার্কে “হকারমুক্ত সড়ক করার দাবিতে” এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (MAF)-সিলেটের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে শহরের প্রধান সড়কগুলো হকারমুক্ত ও যানজট কমানোর উপায় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে সিলেট ট্রাফিক বিভাগের ডিসি মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা বিএনপি’র সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরি, কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি সৈয়দ ফরহাদ হাসান, জেলা বিএনপি’র সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সাল, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল কাশেম, জেলা মহিলা দল’র সাধারণ সম্পাদক ফাহিমা আহমদ কুমকুম, মহানগর মহিলা দল’র সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি এবং এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কিবরিয়া সরোয়ার উপস্থিত ছিলেন। এছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, যুব প্রতিনিধি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার বৈঠকে অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, হকারদের কারণে সিলেটের সংকীর্ণ সড়কগুলোতে সৃষ্ট যানজট ও বিশৃঙ্খলা পর্যটক ও সাধারণ নাগরিক উভয়ের জন্য ভোগান্তির কারণ বলে উল্লেখ করেন। তারা এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কেবল হকার উচ্ছেদ নয়, তাদের জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি ও পুনর্বাসনের উদ্যোগের উপর জোর দেন। এসময় নিয়মিত মোবাইল কোর্ট বসানো এবং স্কুলের সামনে হকার বসা নিষিদ্ধ করারও দাবি জানানো হয়। বক্তারা সিলেট সিটি কর্পোরেশনের গৃহীত কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়নেরও আহ্বান জানান।

সিলেটের যানজট সমস্যার আরেকটি দিক তুলে ধরে ট্রাফিক বিভাগের ডিসি মোহাম্মদ মাহফুজুর রহমান নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন যে ইতোমধ্যে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করা হয়েছে এবং সেইসব রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, যার প্রতিবাদে সংশ্লিষ্টরা মিছিল ও হামলার মতো ঘটনাও ঘটিয়েছে। তিনি উপস্থিত জনপ্রতিনিধিদের কাছে এই বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ার অনুরোধ জানান। তার মতে, সিলেটে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থার অভাব যানজটের একটি বড় কারণ। অনেক হাসপাতাল ও বড় প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং না থাকায় রাস্তায় গাড়ি পার্কিং করা হয়। তিনি শহরের পাঁচতলা বা তার বেশি উচ্চতার ভবনগুলোতে বাধ্যতামূলকভাবে পার্কিং ব্যবস্থা করার সুপারিশ করেন এবং দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে সিলেট শহরকে সুন্দর করতে সমন্বিত সহযোগিতা চান ।

এই গোলটেবিল বৈঠকটি সিলেটের নাগরিক সমস্যা সমাধানে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের মধ্যে একটি সমন্বিত আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করেছিল বলে প্রতীয়মান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *