শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে মাধবপুরে পৃথক স্থান থেকে হেলাল মিয়া (২৮) ও অজ্ঞাত (২৫) দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় পৌরসভার কাটিয়ারা এলাকা থেকে হেলাল মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। হেলাল মিয়া মাধবপুর উপজেলার পাশ্ববর্তী নাসিরনগর উপজেলার রুস্তমপুর এলাকার সিরু মিয়ার ছেলে। হেলাল মিয়া বিবাহিত তার বউ চার মাসের অন্তঃসত্ত্বা।
হেলাল মিয়ার ভাই এনাম মিয়া জানান, আমরা দুই ভাই মাধবপুর থেকে ওয়ার্কশপ এর ব্যবসা করি। আমি ও ভাই সহ পরিবার নিয়ে পৌর এলাকার সবুজবাগে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছি। আজ সকাল ৮টার সময় এক কাজে আমি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার আমার ভাই হেলাল মিয়াকে দেখেছি তার বিছানায় শুয়ে ছিল। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পর আমার বউ ফোন করে বলে হেলাল ভাইয়ের রুমের দরজায় ডাকাডাকি করে কোন সারা পাচ্ছে সারা না পেয়ে আশেপাশের মানুষ ডেকে এনে রুমের দরজায় ভেঙ্গে সবাই দেখেতে পায় আমার ভাই ফ্যানের সাথে গলায় ফাঁস লাগান লাশ ঝুলছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, অপরদিকে, স্থানীয়দের কাছে খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় মাধবপুর উপজেলা ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর এলাকায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় আরও একজন অজ্ঞাত লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ লাশ দুইটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।