শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুরে স্থানীয় এক সাংবাদিক বিরল প্রজাতির আহত একটি ঈগল পাখিকে উদ্ধার করে বন্যপ্রাণী কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেছেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার জগদীশপুর ইউপির বেজুড়া গ্রাম থেকে আহত অবস্থায় ওই ঈগলটিকে উদ্ধার করে।
বেজুড়া গ্রামের সাংবাদিক সুব্রত দেব জানায়, কৃষি জমিতে একটি ঈগল পাখি আহত অবস্থায় পড়ে ছটফট করছিল। পাখিটি উড়তে পারছিলনা। ঈগল পাখটির ডান ডানা ভাঙ্গা। এমতাবস্থায় মাধবপুর পাখি প্রেমিক সোসাইটির লোকজনকে খবর দিলে তারা স্থানীয় জগদীশপুর ফরেস্ট স্টেশনের কর্মকর্তা গোলাম কাদিরের তত্বাবধানে ঈগল পাখটি উদ্বার করে। হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ে জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা শিমু জানান,ঈগলটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে অবমুক্ত করা হবে। এটি বিরল প্রজাতির একটি ঈগল পাখি।বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।