Shopping cart

দোয়ারাবাজারে যৌথ বাহিনীর সম্পৃতি সমাবেশ

ডিসেম্বর ৪, ২০২৪

দোয়ারাবাজারে যৌথ বাহিনীর উদ্যোগে সম্প্রীতি সমাবেশ 

দোয়ারাবাজারে যৌথ বাহিনীর উদ্যোগে সম্প্রীতি সমাবেশ 

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংঘটিত কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে যৌথ বাহিনী ( পুুলিশ-সেনাবাহিনী) উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার উপজেলা স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর মেজর আলজাবের আসিফ, ছাতক-দোয়ারা সার্কেলের এএসপি রঞ্জয় চন্দ্র মল্লিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, সেনাবাহিনীর ক্যাপ্টেন শোয়েব আহমদ।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী মাও আব্দুস সালাম আল মাদানী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল বারী,খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাও হোসাইন আহমদ, হিন্দু সম্প্রদায়ের নেতা কমল কান্তি দে,সুনাধন দে।

সমাবেশে বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার রাতে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা কে কেন্দ্র করে দোয়ারাবাজারে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তা কারোই কাম্য ছিল না। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে, আমরা চাই দোয়ারাবাজার উপজেলার সকল সম্প্রদায় সম্প্রীতির মনোভাব নিয়ে মিলেমিশে থাকুক।

সমাবেশে বক্তারা আরও বলেন,সবাই একসাথে কাজ করলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।

দোয়ারাবাজারকে সংঘাতমুক্ত রাখতে সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দকে স্ব-স্ব সম্প্রদায়ের মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়। এসময় কোরআন অবমাননাকারী যুবক আকাশ দাস’র উপযুক্ত শাস্তিসহ এই ঘটনায় উস্কানীদাতা যারা জড়িত এসব দুষ্কৃতকারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক মাষ্টর, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ, উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদুর রহমান মেম্বার , উপজেলা জামায়াতের নেতা আব্দুল আউয়াল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *