Shopping cart

  • Home
  • খেলা
  • ফুটবল
  • মহেশখালীতে প্রথম বারের মতো রাখাইন মিনিবার ফুটবল টূর্নামেন্ট সস্পন্ন, নারী পুরুষের বাধঁভাঙ্গা উল্লাস

মহেশখালীতে প্রথম বারের মতো রাখাইন মিনিবার ফুটবল টূর্নামেন্ট সস্পন্ন, নারী পুরুষের বাধঁভাঙ্গা উল্লাস

এপ্রিল ৬, ২০২৫

নুরুল করিম, মহেশখালী: মহেশখালীর রাখাইন জনগোষ্টির যুবকদের মাদক মুক্ত রাখতে প্রথম বারের মতো অনুষ্টিত হয়ে সফল ভাবে সস্পন্ন হয়েছে রাখাইন মিনিবার নাইট ফুটবল টূর্নামেন্ট ২০২৫ ইং।

গতকাল ৫ এপ্রিল শনিবার বড় রাখাইন পাড়া বৌদ্ধ মন্দিরের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে মুদির ছড়া রাখাইন পাড়াকে পরাজিত করে প্রথম আসরে চ্যম্পিয়ান হন বড় রাখাইন পাড়া টিম মহজর।

রাখাইন ইয়াং ইউনাইটেড ক্লাবের আয়োজনে ও সমাজ কমিটির সাধারন সস্পাদক উছেন থে রাখাইনের সার্বিক সহযোগিতায় শনিবার রাত ৮টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি জ্যরি মং, সাধারন সম্পাদক উসাং,আফ্রু,বিশেষ অতিথি ছিলেন অংছেহ্লা,রেনঅং,মিন্টু,ইউপি সচিব লা মং, মংক্যিং উসমাজ কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি জনিমং,চেনথেহ্লা,অংথেনক্য,ক্যাহিন,রাখাইন মিনিবার ফুটবল টূর্ণামেন্ট পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন উফেছিং,উয়েমি,মংছিনলেন,সেনউ,ওয়ানজ্য,থেনউ, সুইথেন,ছানি,মংএনেই প্রমুখ।

খেলায় ম্যান অবদ্যা ফাইনাল হয়েছে বড় রাখাইন পাড়ার জছেন,টুর্নামেন্ট সেরা হয়েছে মুদিরছড়ার ওয়ানছেন, সব্বচ্চো গোলদাতা হলেন বড় রাখাইন পাড়ার সানি।

উল্লেখ্য যে গত ৩১ মাচ মহেশখালীর সকল রাখাইন সম্প্রাদয়ের এলাকা থেকে ৮টি দল নিয়ে টূর্নামেন্ট শুরু হয়ে ৫ এপ্রিল সফল ভাবে সম্পন্ন হয়।

রাতে ম্যাচ চলাকালিন সময়ে প্রতিটি ম্যাচে পুরুষদের পাশাপাশি নারী দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

এমন টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেন আয়োজক কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *