দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৩২৫ বোতল বিদেশী মদসহ রিপন মিয়া নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোররাতে র্যাব সিপিসি ৩ সুনামগঞ্জের সদস্যরা দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে চাইরগাঁও বাজার নিকটবর্তী এলাকা হতে সোনাপুর গ্রামের মাদক ব্যবসায়ী রিপন মিয়া (৩০) কে আটক করা হয়। পরে রিপন মিয়ার স্বীকারোক্তিতে প্লাস্টিকের বস্তায় সংরক্ষণ করে রাখা ৩২৫ বোতল মদ জব্দ করা হয়।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।