Shopping cart

লাকসামে জামায়াতে ইসলামির নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং

জানুয়ারি ২৯, ২০২৬

লাকসামে জামায়াতে ইসলামির নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং।

লাকসামে জামায়াতে ইসলামির নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং।

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি: লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামির দলীয় প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬ইং) সকালে লাকসাম প্রধান নির্বাচনী কার্যালয়ে এ প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীকধারী ড. সৈয়দ সরওয়ার সিদ্দিকীর একাধিক নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে বলে জানানো হয়।

এসময় লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা এবং করণীয় বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অ্যাডভোকেট বদিউল আলম সুজন।

বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, “যারা বাংলাদেশ জামায়াতে ইসলামির বিপক্ষ দলের নেতাকর্মী ও নেতৃবৃন্দ অন্যের চরিত্র নিয়ে কথা বলেন, তাদের আগে নিজেদের দিকে তাকানো উচিত। আয়নার ভেতরে না তাকিয়ে অন্যের চরিত্র নিয়ে কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।” তিনি এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামির স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *