রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরের পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোলাই মদ তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যায়।
পীরগাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং পারুল ইউনিয়নের শরীফ সুন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার মৃত আফতার আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৭)-এর বাড়ি থেকে ১৬৮ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার একেএম মহিব্বুল ইসলাম জানান, অভিযানকালে মো. মোমিন মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৬৮ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে চোলাই মদ প্রস্তুতকারী সাইদুল ইসলাম (৩৭) ও তার সহযোগী অজ্ঞাত আরও ২/৩ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত চোলাই মদের আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৮শত টাকা। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে এবং মাদকদ্রব্য ধ্বংস করা হবে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন,ইদানীং আমাদের এলাকায় গাঁজা, ইয়াবা ও চোলাই মদের বিক্রি এবং মাদকসেবীর সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে। এর আগেও স্থানীয়দের সহযোগিতায় একাধিকবার চোলাই মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। মাদক সহজলভ্য হওয়ায় এলাকার তরুণ সমাজ বিপথে যাচ্ছে। পুলিশের অভিযান অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অভিযোগ করে বলেন, গ্রেফতারকৃত মোমিন মিয়া ও পলাতক সাইদুল ইসলামসহ কয়েকজন দীর্ঘদিন ধরে পীরগাছা ও আশপাশের উপজেলায় চোলাই মদ তৈরি ও সরবরাহ করে আসছিল। বিভিন্ন দলের স্থানীয় নেতা, জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সদস্যরা বিষয়টি জেনেও নীরব ছিলেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
পুলিশ সুপার মারুফাত হোসাইন জানায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



