দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পুলিশের অভিযানে জয়নাল (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদককারবারি জয়নালের বাড়ি ছাতক থানার দক্ষিণ বড়কাপন গ্রামে।
শনিবার বিকাল ৩ টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক’র দিকনির্দেশনায় এসআই মো.মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই আশরাফ উদ্দিনসহ থানা পুলিশের একটি টিম উপজেলার পান্ডারগাঁও নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসময় আটককৃত মাদককারবারি জয়নালের কাছ থেকে ৩৫ বোতল AC BLACK ব্র্যান্ডের এবং ৮৬ বোতল Officer’s Choice ব্র্যান্ডের মোট ১২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদককারবারি জয়নালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।