দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামী বাছির আহমদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মো.শাহাবুদ্দিনের পুত্র।
রবিবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
রবিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
এর আগে, গত ৮ ডিসেম্বর (বুধবার) রাত ১২ টায় নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এই ধর্ষণের ঘটনাটি ঘটে।
এতে শনিবার (১৪ ডিসেম্বর) ভিকটিমের ভাই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়. ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের অপ্রাপ্ত বয়স্ক (১৭) ভিকটিমের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো সোনাপুর গ্রামের শাহাবুদ্দিনের পুত্র ও তিন সন্তানের জনক বাছির আহমদের। ঘটনার দিন ধর্ষক বাছির আহমদের স্ত্রী বাড়িতে না থাকায় দীর্ঘ এই প্রেমের সুবাদে বিবাহ করার প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে তার শুয়ার ঘরে এনে ও ধর্ষণ করে। পরেরদিন সকালে বাছির আহমদ ভিকটিমকে বিবাহ না করার অস্বীকৃতি জানিয়ে ঘরে থেকে জোরপূর্বক বের করে দিলে ভিকটিম তার নিজের বাড়িতে গিয়ে বিষয়টি আত্মীয় স্বজনকে জানান। পরে ভিকটিমের বড় ভাই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়।