Shopping cart

ভারতের হামলার জবাবে পাল্টা আঘাত হানছে পাকিস্তান

মে ৭, ২০২৫

স্টাফ রিপোর্টার: ভারতের ‘অপারেশন সিন্দুর’ অভিযানে আজাদ কাশ্মিরের বিভিন্ন এলাকায় মিসাইল হামলায় অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। এই হামলার পরই পাকিস্তান পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (ISPR) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জিও টিভিকে জানান, “পাকিস্তান আকাশ ও স্থলে জবাব দিচ্ছে।” সরকারি টেলিভিশন পিটিভিও এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, ভারতের দিকে পাল্টা হামলা চালানো হচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজকে বলেন, “ভারত নিরীহ বেসামরিকদের লক্ষ্য করে কাপুরুষোচিতভাবে হামলা চালিয়েছে। তারা নিজের ভূখণ্ডের বাইরে না গিয়েই এসব করেছে। তাদের বাইরে আসতে দিন, আমরা উপযুক্ত জবাব দেব।”

ভারতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে নয়টি স্থানে সন্ত্রাসী অবকাঠামোর ওপর আঘাত হানা হয়েছে। তারা দাবি করেছে, এসব স্থান থেকেই ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সমন্বয় হচ্ছিল।

ভারতীয় বাহিনীর ভাষ্য অনুযায়ী, এই অভিযান ছিল “নির্দিষ্ট, পরিমিত এবং নিয়ন্ত্রিত”, যাতে কোনো সামরিক স্থাপনায় আঘাত না লাগে এবং উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা কম থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *