সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানের “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করে ৭ জন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে বিভিন্ন স্থান থেকে এই ৭ জনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন।
গ্রেফতারকৃতরা হলেন, ১. দীপু রঞ্জন দাস (৪৪) – শাল্লা থানাধীন ডুমরা গ্রামের বাসিন্দা, সুনামগঞ্জ জেলা যুবলীগ কমিটির সদস্য। ২. শহীদ মিয়া (৪০) – বিশ্বম্ভরপুর থানাধীন হালাবাদী (গণপাড়া) গ্রামের বাসিন্দা, বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ৩. অনিক রঞ্জন দেব (৩০) – শান্তিগঞ্জ থানাধীন দেবগ্রাম গ্রামের বাসিন্দা, নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ৪. আব্দুল মতিন (৪৫) – জগন্নাথপুর থানাধীন ইকড়ছই গ্রামের বাসিন্দা, জগন্নাথপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য। ৫. বকুল চন্দ্র দাস (৩৫) – সুনামগঞ্জ সদর থানাধীন সারদাবাজ গ্রামের বাসিন্দা, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক। ৬. মো. তোফাজ্জল হোসেন (২৫) – তাহিরপুর থানাধীন কামড়াবন্দ গ্রামের বাসিন্দা, নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। ৭. মো: সউদ মিয়া (৪৬) – ছাতক থানাধীন জটি গ্রামের বাসিন্দা, দুলার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত থাকবে।



