Shopping cart

ছাতকের বড়কাপনে দু’জনের সংঘর্ষে একজনের মৃত্যু 

ডিসেম্বর ১০, ২০২৪

বিশেষ সংবাদদাতা (সিলেট): সুনামগঞ্জের ছাতকে দু’জনের মারামারিতে আব্দুল কাহার নামের এক যুবক নিহত হওয়ার ঘটনটা ঘটেছে। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের প্রকাশ আলীর পুত্র।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার বড়কাপন পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত খুনি রতন মিয়াকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বড়কাপন পয়েন্টে রড বোঝাই একটি ট্রাক আনলোড করার সময় ট্রাক ড্রাইভার রতন মিয়া ও মৃত আব্দুল কাহার ভুদাই’র মধ্যে মুখামুখি তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ট্রাক চালকের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় আব্দুল কাহার।

পরে স্থানীয়রা কিছুক্ষণ পরে বুকে ব্যাথা জনিত কারনে তাকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সকাল ১১ ঘটিকার সময় চিকিৎসক আব্দুল কাহারকে মৃত্যু ঘোষণা করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো.গোলাম কিবরিয়া হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *