ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক প্রতিনিধি ও এনটিভি ইউরোপের প্রতিনিধি সাংবাদিক তাজিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেছে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশ।
সম্প্রতি সিলেটের জাউয়াবাজার পুলিশ হাইওয়ে ক্যাম্প উদ্বোধন উপলক্ষে বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ সংবাদ প্রকাশের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখায় এ সম্মাননা প্রদান করা হয়। গত ৮ নভেম্বর, বুধবার দুপুরে সিলেট হাইওয়ে রিজিয়ন বিভাগীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক তুলে দেন সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো: রেজাউল করিম।
এ সময় ছাতক হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চৌধুরী, সিলেট বিভাগের বিভিন্ন হাইওয়ে থানার কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি অজিত কুমার দাশ।
সম্মাননা প্রদান উপলক্ষে পুলিশ সুপার মো: রেজাউল করিম বলেন,“সাংবাদিক তাজিদুল ইসলাম একজন সাহসী, দক্ষ ও নির্ভীক সংবাদকর্মী। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে তিনি সবসময় দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করছেন। ছাতক উপজেলায় সংবাদ প্রচারে তার ভূমিকা অনন্য। ভবিষ্যতে তিনি আরও সাফল্যের শিখরে পৌঁছাবেন বলে আমার বিশ্বাস।”
এ সময় উপস্থিত বক্তারা সাংবাদিক তাজিদুল ইসলামের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার প্রশংসা করেন এবং গণমাধ্যমের মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে তার অবদানের কথা উল্লেখ করেন।
সাংবাদিক তাজিদুল ইসলাম সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“এ সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যেতে। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর।”
উল্লেখ্য, সাংবাদিক তাজিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার ছাতক অঞ্চলে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সততা, সাহসিকতা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করে আসছেন।