সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): উপযুক্ত প্রমানাদি না থাকায়,প্রতারনার অভিযোগে সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) সংসদীয় আসনে বিএনপি নেতা মোহাম্মদ মোশাহিদ আলী তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মোহাম্মদ মোশাহিদ আলী তালুকদার বিএনপির প্রার্থী পরিচয়ে মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু বিএনপির কেন্দ্রীয় অনুমতি সংক্রান্ত কোন ডকুমেন্ট দেখাতে না পারায় তার মনোনয়ন অবৈধ ঘোষিত হয়।
জানা যায়, মোশাহিদ আলী তালুকদার যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাতকের চরমহল্লা ইউনিয়নের বাসিন্দা।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, মোশাহিদ আলী তালুকদার বিএনপির নামে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে বিএনপির কেন্দ্রীয় অনুমতি সংক্রান্ত কোন ডকুমেন্ট দেখাতে না পারায় তার মনোনয়ন অবৈধ ঘোষিত হয়।



