সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক’র দিকনির্দেশনায়, চৌকস পুলিশ অফিসার এসআই আতিয়ার রহমান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে শরিয়তপুর জেলার নড়িয়া থানধীন থিরপাড়া ডিঙ্গামানিক এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটককৃত আসামীরা হলেন.তেরাপুর গ্রামের গৌছ আলী’র পুত্র ১নাম্বার আসামী নেইমার (২০) ও ২ নাম্বার আসামী হোসাইন আহমদ(১৯)।
এর আগে গত ১৭ জানুয়ারি দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় তথ্য প্রযুক্তির সহায়তায় এই মামলার এজহার নামীয় দু’জন আসামী গৌছ আলী (৬০) ও তার পুত্র মাহিন মিয়া (১৯) কে ঢাকার উত্তরা হতে আটক করে।
উল্লেখ যে, পূর্ব বিরোধের জেরে গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলী’র পুত্র হাছান আলী (৩১) কে ছুরিকাঘাতে হত্যা করে দূর্বিত্তরা।
পরে ২৮ ডিসেম্বর নিহতের বড় ভাই রোশন আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করেও ৪-৫ জন অজ্ঞাতনামা আসামী করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।