Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা 

ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা 

নভেম্বর ২৭, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা।

ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা।

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের ২০২৫-২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নৌশিন আল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আদনান সাঈফ।

বুধবার (২৬ নভেম্বর) সদ্য সাবেক সভাপতি মো. তাওহীদ হোসেন সানি ও সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সুমন আহমেদ ও নাহিদা আক্তার সুমি এবং গণিত বিভাগের ফাহিম চৌধুরী। তারা ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহাগ চৌধুরী, ফয়সাল মিয়া ও মো. মামুন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাজহারুল ইসলাম আবির এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইমুল শুভ। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রনি, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান মিয়া।

নতুন সভাপতি মো. নৌশিন আল ইসলাম বলেন, “সভাপতি হিসেবে মনোনয়ন পাওয়া আমার জন্য সম্মানের। ঐক্য, সহযোগিতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে আমরা সংগঠনকে আরও শক্তিশালী করবো। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আদনান সাঈফ বলেন, “ব্রাহ্মণবাড়িয়া আমার কাছে এক আবেগের জায়গা। এই সংগঠনের জন্য কাজ করতে পারা, সেটা দায়িত্বে থাকি বা না থাকি, আমার কাছে বড় পাওয়া। আশা করি আমরা একসাথে ভালো কিছু করতে পারবো।”

উল্লেখ্য, নতুন এই পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *