প্রতিনিধি জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. নজরুল ইসলাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার সংগ্রামের সারথী, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখা এবং সাবেক সহ-সভাপতি হিসেবে প্রেসক্লাবের প্রতি তার নিরলস সহযোগিতার জন্য তাকে উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।”
এতে আরও বলা হয়, “প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার স্লোগান ধারণ করে প্রেসক্লাবের যে অগ্রযাত্রা, সেখানে নজরুল ইসলামের সম্পৃক্ততা সংগঠনকে আরও বেগবান করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
নজরুল ইসলাম অতীতে দৈনিক দিনকালে জবি প্রতিনিধি হিসেবে এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাণিজ্য প্রতিদিন পত্রিকায় রাজনৈতিক প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।