মাহফুজ কাউসার ছাদি: সিলেটের সাদাপাথর লুটপাটের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন দলটির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান। সম্প্রতি কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে এনসিপি সিলেট জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান ও সিলেট মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীর নাম উল্লেখ করে প্রতিবেদন প্রকাশিত হলে এনসিপির সিলেট জেলা ও মহানগর শাখা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই বক্তব্য দেন। লিখিত বক্তব্যে নাজিম উদ্দিন শাহান বলেন, প্রকাশিত প্রতিবেদনে দুদকের কথিত রেফারেন্স উল্লেখ থাকলেও কোনো সুনির্দিষ্ট অভিযোগ, তদন্ত প্রতিবেদন বা বিশ্বাসযোগ্য তথ্য ছাড়াই এনসিপি নেতাদের নাম জড়ানো হয়েছে। তিনি এটিকে একপাক্ষিক, তথ্যবিচ্যুত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনা আখ্যায়িত করে বলেন, এভাবে মূল লুটেরাদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
এনসিপির নেতারা জানান, তাদের দলটি একটি নৈতিক, জনমুখী ও গণমানুষের অধিকারভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। ২০২৪ সালের গণআন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগে পরিশুদ্ধ হয়ে এনসিপির পথচলা শুরু হয়েছে এবং বাংলাদেশকে দুর্নীতিবাজ, লুটেরা ও ক্ষমতার অপব্যবহারকারীদের হাত থেকে মুক্ত করাই তাদের লক্ষ্য। তারা গণমাধ্যমকে শ্রদ্ধা করলেও সংবাদ প্রচারের আগে সত্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করার উপর জোর দেন। নেতারা স্পষ্ট করেন যে সাদাপাথর সংক্রান্ত কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
তারা দাবি করেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো যেন প্রকাশিত প্রতিবেদন পুনর্বিবেচনা করে এবং বিভ্রান্তিকর তথ্য সংশোধন করে সাংবাদিকতার নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে। ভবিষ্যতে এনসিপি সম্পর্কিত কোন প্রতিবেদনে ভারসাম্য, নিরপেক্ষতা ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান তারা। নেতারা আরও বলেন, তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং যদি দুদক বা সংবাদমাধ্যমগুলো অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়, তবে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে, অন্যথায় তারা আইনী মাধ্যমে প্রতিকার করবেন।
এনসিপি সিলেট জেলা ও মহানগর নেতারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকার রক্ষায় অবিচল থাকার পাশাপাশি ষড়যন্ত্র, অপপ্রচার ও অন্যায়ের বিরুদ্ধে সবসময় অগ্রভাগে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এই সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম এবং মহানগর সাবেক সদস্য সালমান মোহাম্মদ মুক্তাদির মতো ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।