সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার। প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা সমাবসেবা কার্যালের উদ্যোগে আয়োজিত দিবস পালণ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে ওয়াকাথন মাধ্যমে উদ্ভোধন হয় জাতীয় সমাজসেবা দিবস। পরে উপজেলার ৫ জন ভিক্ষুকে ভিক্ষা করবেনা প্রতিশ্রুতিতে পূনবার্সনবাবদ গবাদিপশু, মুদিপণ্য ও একটি ভাসমান ভ্যান দোকান প্রদান করা হয়।
দুপুর ১২ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ৮ জন দরিদ্র মহিলাকে ৮০ হাজার টাকা ও ১ জন প্রতিবন্ধীকে ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, অগ্রনী বাংক কর্মকর্তা জিল্লুর রহমান,সাংবাদিক বজলুর রহমান, সাংবাদিক সোহেল মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।
আলোচনা সভা শেষে সমাজসেবা কার্যালয় হতে নিবন্ধিত সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা নসকস’র অর্থায়নে উপজেলা সমাজসেবা কর্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম,দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের (ইউএইচএফপিও) আবু সালেহীন খাঁন,নসকস’র সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আবিদ রনি, সিনিয়র সদস্য নজরুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।