মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ ( নেত্রকোনা) প্রতিনিধিঃ “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি।” এ প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে আজ সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি এম এ কাদের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ আঃ রহিমসহ স্হানীয় প্রসাশনের কর্মকর্তাবৃন্দ ও ৫নংসমাজ সহিলদেও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফখরুল আলম ও স্হানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, দুর্যোগ পুর্ব প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
পরে একটি রেলী ও মহড়া অনুষ্ঠিত হয়।রেলী শেষে ফায়ার সার্ভিসের ফাইটার গন অগ্নি নির্বাপন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।