দোয়ারাবাজার (সুনামগঞ্জ): আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম গতিশীল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন শাখা ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন আয়োজন সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকালে উপজেলার স্থানীয় নরসিংপুর বাজারে জামায়াতে ইসলামী নরসিংপুর ইউনিয়ন শাখা অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমান’র সভাপতিত্বে ও সেক্রেটারি রফিকুর রহমান’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন,কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব খলিলুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ভোট একটি পবিত্র আমানত। এই আমানতের হেফাজতে দায়িত্বশীল প্রতিনিধি ও ত্যাগী কর্মীদের প্রয়োজন। জামায়াতে ইসলামীর প্রতিটা নেতা-কর্মীদেরকে দেশ ও জাতির স্বার্থে জনতার আস্থাভাজন হয়ে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভোট কেন্দ্রভিত্তিক সংগঠন ও সমন্বয় কাঠামো জোরদার করতে হবে। সম্মেলনে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক প্রতিবেদন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কেন্দ্র প্রতিনিধিদের দায়িত্ব বণ্টন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
এসময় নরসিংপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর ডাঃ আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মাও সাইফর রহমান,অর্থ সম্পাদক আব্দুল মনাফ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি তেরাব আলী,যুব ফোরামের সভাপতি আবিদ রনি, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মাও আব্দুস শহিদ, হাফিজ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান, সাবেক সেক্রেটারি মাষ্টার রুহুল আমিন,নুরুল হক,আব্দুল আলিম,আবু সালেহ মো: বুরহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ড,গ্রাম ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।