Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • অনাড়ম্বর আয়োজনে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র একযুগ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

অনাড়ম্বর আয়োজনে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র একযুগ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

আগস্ট ২৮, ২০২৫

অনাড়ম্বর আয়োজনে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র একযুগ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন।

অনাড়ম্বর আয়োজনে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র একযুগ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): বিলেতের মাটিতে (যুক্তরাজ্য)’র লন্ডন শহরে বসবাসরত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র একযুগ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে “শিকড়ের টানে” নামক একযুগ পূর্তি স্মারক প্রকাশ করে সংগঠনটি।

বিলেতের বুকে এই প্রথম দোয়ারাবাজার উপজেলার কোন সামাজিক সংগঠনের একযুগ উদযাপনের এক স্মরণীয় অনুষ্ঠান পালিত হয়।

মঙ্গলবার (২৬ আগষ্ট) লন্ডনের একটি বিলাসবহুল কমিউনিটি হলে এক অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সংগঠনটির একযুগ পূর্তি অনুষ্ঠান ।

নরসিংপুর ইউনিয়নের বাসিন্দা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সংগঠনের সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা এই অনুষ্ঠানে একত্রিত হন।

২০১৩ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হওয়া সামাজিক সংগঠন নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউক’র একযুগ পূর্তি অনুষ্ঠানে অতিথিদের উৎসাহমূলক বক্তব্য, সদস্যদের স্মৃতিচারণ ও সদস্য আব্দুস শুকুর মামুনের সংগীতের সুর অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলে।

নরসিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র সভাপতি আমরুদ আলী’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহবুবুর রহমানে’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শুকুর মামুন ও সদস্য হাফিজ খালেদ আহমদ।

মাগরিবের সালাতের পর সংগঠনের উপদেষ্টা আনোয়ার আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশ শুরু হয়। এতে আগত অতিথিরা একযুগ পূর্তি স্মারক “শিকড়ের টানে” এর মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে সংগঠনের দুইজন পৃষ্ঠপোষক কমিউনিটি ব্যক্তিত্ব দোয়ারাবাজার উপজেলার কৃতিসন্তান সুলতান আহমদ ও শাহাব উদ্দিন’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংগঠনটি এবং বিগত বছরে সংগঠনের কর্মকাণ্ডে বিশেষ অবদানের সফলতায় সাবেক সভাপতি শফিকুর রহমান ও সহসভাপতি আমিরুল হক আমিন’কে “Award of appreciation” নামে সম্মাননা প্রদান করা হয়।

যুগপূর্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটির বর্ষীয়ান নেতা, বিশিষ্ট সাংবাদিক ও লেখক কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাহিদুর রহমান মাহিদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, বিশিষ্ট আলেমে দ্বীন ইমাম আব্দুল বাছির, দোয়ারবাজার উপজেলা সমিতি ইউক’র সভাপতি এডভোকেট মইনুল ইসলাম মুনিম, উপদেষ্টা সুলতান আহমদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস-এর সভাপতি ফেরদৌস আলম , ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা আহমেদ ন্যান্সি, কমিউনিটি নেতা আবু হেলাল, সোসাইটির উপদেষ্টা আনোয়ার আলী, মতিউর রহমান, সাবেক সভাপতি সফিকুর রহমান, সহসভাপতি আব্দুল কুদ্দুস, আমিরুল হক আমীন, খলিলুর রহমান, অতিথি হুমায়ুন কবীর, ফজলুল কাদের তালুকদার।

সদস্যদের মাঝে বক্তব্য রাখেন, মিসবাহুল ইসলাম, নুরুল আমিন, মনিরুজ্জামান সমুজ, সোহেল রহমান, মোশাহিদ আলী, দেলোয়ার হোসেন, কবির হোসেন, আরশ সুমন, দেলোয়ার হোসেন, জহিরুল ইসলাম হৃদয়, আব্দুস সোবহান, আবদুল্লাহ আল নুমান, সায়েদ জাকারিয়া, ইমরান হোসেন, আল আমিন, মো: জাহেদ, আবু লেইছ, অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষী প্রমুখ।

ইমাম আব্দুল বাছির-এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এদিকে বিলেতের মাটিতে বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য সভাপতি আমরুদ আলী এবং সেক্রেটারি মাহবুবুর রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *