সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে দীর্ঘ ১৫ বছর যাবত পরিচালিত ঐতিহ্যবাহী নরসিংপুর ইউনিয়ন ক্রিকেটলীগ’র ২০২৪-২৫ আসরের ফাইনাল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে বহু-সংখ্যক অতিথি আর দর্শকের উপস্থিতিতে বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী এই ক্রিকেট টুর্নামেন্ট।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোগলাবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান আরিফুল হক জয়েল,নরসিংপুর ইউপি সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু,দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সমাজ সেবক আলতাফুর রহমান খসরু,আল মদিনা একাডেমি’র পরিচালক রফিকুর রহমান,দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান।
নরসিংপুর ইউনিয়ন ক্রিকেটলীগের সভাপতি আবুল হাসনাত’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস শহীদ,সিনিয়র শিক্ষক সানোয়ার আলী, সুনামগঞ্জ জেলা রেফারি এসোসিয়েশন’র সভাপতি আব্দুর রউফ,সমাজসেবক মকবুল আহমদ, নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস’র) সাবেক সভাপতি আবিদ রনি,সমাজসেবক সানুয়ার আহমদ,সমাজসেবক ফখরুল ইসলাম,নুর আলী ইমরান,ফয়জুল হক বকুল, সাহাব উদ্দিন, নরসিংপুর ইউনিয়ন ক্রিকেটলীগের স্থায়ী কমিটির সদস্য,বর্তমান আসর পরিচালনা কমিটির সদস্য প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী দলকে পুরুষ্কার তুলেদেন উপস্থিত অতিথিগণ। পরিশেষে ক্রিকেটলীগ পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।