মোঃ বিজয় চৌধুরী: উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার এক টুইট বার্তায় তিনি বলেন,”ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি, যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি আরও বলেন,”ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।”
আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া বাংলাদেশের এই ভয়াবহ দুর্ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সংগঠন বাংলাদেশের প্রতি সমবেদনা প্রকাশ করছে।
ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিচ্ছবি বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
প্রসঙ্গত, রবিবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সরকার ইতোমধ্যে ২২ জুলাইকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।