Shopping cart

দোয়ারাবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হলেন মুহিবুর রহমান 

জুলাই ১, ২০২৫

দোয়ারাবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হলেন মুহিবুর রহমান 

দোয়ারাবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হলেন মুহিবুর রহমান 

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও সরকারি প্রা: বিদ্যাঃ প্রধান শিক্ষক এ কে এম মহিবুর রহমান।

সোমবার (৩০ জুন) দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত শিক্ষক সমিতির সাধারণ সভায় তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক ও সাবেক সভাপতি মশিউর রহমান তাঁর অবসরজনিত কারণে সমিতির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করায়, গঠনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় উক্ত সমিতির নির্বাহী সভাপতি এ কে এম মহিবুর রহমানকে সাধারণ সভায় উপস্থিত সমিতির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

নবনির্বাচিত সভাপতি মুহিবুর রহমান’র নিকট দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি প্রত্যাশা করেন যে, নবনিযুক্ত সভাপতি একেএম মুহিবুর রহমান তার অভিজ্ঞতা, নেতৃত্ব গুণ ও কর্মপ্রচেষ্টাকে কাজে লাগিয়ে শিক্ষক সমিতিকে আরো বেগবান ও সুসংগঠিত করে গড়ে তুলবেন।

শিক্ষক মুহিবুর রহমান উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও সরকারি প্রা: বিদ্যা: প্রধান শিক্ষক ও ইউনিয়নের কালাপাশি গ্রামের বাসিন্দা। তিনি দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু ও সুনামগঞ্জ নারি ও শিশু নির্যাতন ট্রাইবুনাল বিজ্ঞ পিপি,সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট শামসুর রহমান’র ছোট ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *