মোঃ মিজানুর রহমান নন্দন, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ আজ ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পৌর শহরের স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিন ব্যাবসা প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাইসেন্স নবায়ন না করে নোংরা পরিবেশে নিন্ম মানের খাবার বিক্রি করার জন্য শাহজাহান হোটেল ও রেস্টুরেন্ট মালিক কে ৩ হাজার টাকা, বিস্কিটের গায়ে মুল্য তালিকা না থাকা ও বেশি দামে বিক্রি করার অপরাধে ১ হাজার টাকা, আরেক ব্যাবসায়ীকে নানা অনিয়মের অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছেন।
এসময় ইউ এন ও বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



