নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী হোয়ানকে পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়র ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিবাবক ও স্কুল পরিচালনা কমিটি।
সোমবার (১১ ই আগষ্ট) দুপুরে বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেয়।
এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে প্রধান শিক্ষক ব্রজ গোপাল ঘোষ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন.. স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মাহফুজুল হক, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, শিক্ষক গোলাম শরিফ, আনছারুল করিম, আব্দুল মান্নান, প্রতিক দে’সহ শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক ও স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত, ১০ আগষ্ট রবিবার উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে ছদ্মনাম (রেশমি মনি) নামে এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। পুলিশ তাক্ষনিক খবর পেয়ে অভিযান চালিয়ে ৭ ঘন্টা পর তাকে উদ্ধার করেছে এবং এ ঘটনায় মনির নামে অভিযুক্ত অপহরণকারীকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। আটক মোহাম্মদ মনির, সে একই এলাকার এরশাদ উল্লাহর পুত্র।
স্থানীয় সূত্র জানায়, ওই দিন সকাল ৭টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন তৎপর হন। পরে দুপুর ২টার দিকে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালায় এবং দ্রুত মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিছু তথ্য দিয়েছে, যা তদন্তের স্বার্থে এখন প্রকাশ করা সম্ভব নয়।