Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

যোগ্য নেতৃত্বই পারে সমাজকে পরিবর্তন করতে – দোয়ারাবাজারে জামায়াতের রুকন সমাবেশে: মাওলানা আব্দুস সালাম আল মাদানি 

আগস্ট ১০, ২০২৫

যোগ্য নেতৃত্বই পারে সমাজকে পরিবর্তন করতে - দোয়ারাবাজারে জামায়াতের রুকন সমাবেশে: মাওলানা আব্দুস সালাম আল মাদানি।

যোগ্য নেতৃত্বই পারে সমাজকে পরিবর্তন করতে - দোয়ারাবাজারে জামায়াতের রুকন সমাবেশে: মাওলানা আব্দুস সালাম আল মাদানি।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানী বলেছেন,সৎ ও সঠিক নেতৃত্বই পারে সমাজকে পরিবর্তন করতে।

শনিবার (৯ আগস্ট) দোয়ারাবাজার উপজেলা জামায়াতের দিনব্যাপী ষান্মাসিক রুকন সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাম মাদানী বলেন, “ বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐতিহ্যবাহী সংগঠন। একটি মিশনারী আদর্শিক কাফেলা। আর রুকনরা হচ্ছেন   এই কাফেলার সর্বোচ্চ মানের কর্মী ও ভিত্তি। এই সংগঠনের রুকনদের উচিত সত্য ও ন্যায়ের পথে অটল, অবিচল থেকে সমাজে পরিবর্তনের জন্য সাহসিকতার সঙ্গে কাজ করা। আল্লাহর ওপর ভরসা রেখে, আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েমসহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রুকনদের নেতৃত্ব দেওয়া অপরিহার্য।

দোয়ারাবাজার  উপজেলা জামায়াতের আমীর ডা.হারুন অর রশিদ’র সভাপতিত্বে  এবং সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন’র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে দারসুল হাদিস পেশ করেন  সুনামগঞ্জ জেলা জামায়াতের শুরা ও  কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।তিনি তার আলোচনায়  “কুরআন হাদিসের আলোকে সদস্যদের মান বজায় রেখে ময়দানে, কাজ করার আহবান জানান।

সমাবেশে প্রত্যেক রুকনের  ব্যক্তিগত রিপোর্ট বিশ্লেষণ, রুকনদের আদর্শিক মান, দায়িত্ব পালনের অগ্রগতি এবং বায়তুল মাল সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এসময় উপজেলা জামায়াতের নায়বে আমীর মাস্টার কামাল উদ্দিন, সহকারি সেক্রেটারি ডা.হারিছ মিয়া, মাওলানা সিদ্দিকুল ইসলাম,অধ্যাপক জাহারুল ইসলামসহ উপজেলা ৯ টি ইউনিয়নের রুকনগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর ডা হারুন অর রশিদ বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল।সমাবেশে   অংশগ্রহণকারী রুকনরা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনের দিকনির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে নিজ এবং সমাজে আরও সক্রিয় ভূমিকা রাখার আহবান  জানান।

উল্লেখ্য, যে সকাল ৯ টায় শুরু হওয়া রুকন সমাবেশ চলে বিকাল ৫ টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *