আহমদ বিলাল খান: ইসলামি শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ঢাকা সাংস্কৃতিক একাডেমী’র সাকসেস এ্যাওয়ার্ড-২৫, শেরে বাংলা স্মৃতি পদক-২৫ ও এবং ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক২৫। এই ৩টি পদক অর্জন করায় আস সালীম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যন মাওলানা কবির আহমদ লতিফিকে সংবর্ধনা দিয়েছে কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।
শুক্রবার (১ আগষ্ট) রাতে সুনামগঞ্জ ছাতক আমেরতল এলাকার মাওলানা জাবেদ আহমদ সাদীর বাসায় কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা কবির আহমদ লতিফিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন গাবুর গাঁও দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা ও সুপার মাওলানা নাছির উদ্দীন নাজিমীর সভাপতিত্বে প্রধান অতিথি মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হক নছিব।
ইসলামি শিক্ষা ও সমাজসেবায় ৩ টি স্মৃতি পদক প্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি, গাবুরা গাও মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির আহমদ লতিফি বলেন, আমি মানুষের কল্যাণের লক্ষ্যে সমাজকল্যাণমূলক কাজ করছি। এই পদক আমার সেই প্রচেষ্টারই স্বীকৃতি। আমি সমাজ সেবা ও ধর্মীয় কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।
কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা জাবেদ আহমদ সাদীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কামরাঙ্গী জনতা উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রেদ্বওয়ান হোসেন শাহনূর, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন উপদেষ্টা হযরত মাওলানা খলিলুর রহমান, সিলেট সদর উপজেলার চরমাধব জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এখলাছুর রহমান, চারমহল্লা বাজার বিসমিল্লাহ ফার্মেসির পরিচালক এইচ.কে.এম আশরাফ আলী নোমানী, আমেরতল জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ তোরাব আলী, কালিয়ারচরের মাওলানা আব্দুল ওয়াদুদ সিরাজী, আমেরতলের হাজী নূর মিয়া, জামির খাইর হাজী শুকুর আলী প্রমুখ।