দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউপি’তে দিনব্যাপী গনসংযোগ ও নিবাচনী মতবিনিময় সভা ও উঠান বৈঠকের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী সম্পন্ন করেছে সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এসব কর্মসূচীর প্রথমে সকাল ১১ টায় জোড়াপানি পয়েন্টে গণসংযোগ, পরে দীর্ঘদিন অসুস্থতায় থাকা নোয়ারাই ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ মনফর আলীকে দেখতে গিয়ে দোয়া ও মোনাজাত করেন।
পরে বন্দেরগাঁও দাখিল মাদ্রাসা হাজী আজমত আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। নোয়ারাই ইউপি’র সাবেক চেয়ারম্যান জোয়াদ আলী’র বাড়িতে দোয়া ও মোনাজাত, ছনখাইড় বড় মসজিদে সালাতুল যোহর আদায়।
রাজারগাঁও তাজ উদ্দিন সাহেবের বাড়িতে প্রবাসী সংবর্ধনা ও নির্বাচনী মতবিনিময় সভা। বিকালে চাঁনপুর বাজারে সালাতুল আসর আদায়,চৌমুহনী বাজারে গণসংযোগ,জোড়াপানি হানিফ আলী’র বাড়িতে নির্বাচনী মতবিনিময় সভা করেন।
এদিকে রাজারগাঁও গ্রামে ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত প্রবাসী সংবর্ধনায় বিভিন্ন দলের প্রবাসীসহ অন্তত ৫০ জন নেতাকর্মী সালাম মাদানী’র হাত ধরে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে যোগদানকারী প্রবাসীদের ক্রেষ্ট তুলেদেন এবং অন্যান্য নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি।
সন্ধায় জোড়া পানি গ্রামে আয়োজিত উঠান বৈঠকেও বিভিন্ন দল ছেড়ে জামায়াতে ইসলামীতে।যোগদান কারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন আব্দুস সালাম মাদানী।
নোয়ারাই ইউপি’ জামায়াতের আমীর হাফিজ কাওছার আহমদের পরিচালনা দিনব্যাপী এসব কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, নোয়ারাই ইউপি’র সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, সিলেট মহানগর জামায়াতে নেতা ইঞ্জিনিয়ার জাফর আলী,ছাতক উপজেলা জামায়াতের সেক্রটারি হাফিজ জাকির হোসাইন, ছাতক পৌর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আফজাল হোসেন, সাবেক ছাত্রনেতা হাফিজ বিলাল হোসাইন, সোলেমান আহমদসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



