নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, জীবদ্দশায় হাজারো কবর খনন করা মনু মিয়া আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
জীবনের বড় একটি সময় ধরে তিনি মৃত ব্যক্তিদের কবর খুঁড়ে আসছিলেন। জানা যায়, প্রায় সাড়ে তিন হাজারের বেশি কবর খননের কাজ করেছেন তিনি। এ কাজে এক স্থান থেকে আরেক স্থানে যেতে তিনি নিজের পালিত ঘোড়াটিকে ব্যবহার করতেন।
কয়েক মাস আগে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই সময়ে অজানা কারণে দুর্বৃত্তরা তার প্রিয় ঘোড়াটিকে হত্যা করে। এ ঘটনার পর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসাধীন অবস্থায় মনু মিয়াকে তার ঘোড়ার মৃত্যুসংবাদ জানানো হয়নি। কিছুটা সুস্থ হওয়ার পর এই দুঃসংবাদ তাকে জানানো হয়। পরে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই পরিশ্রমী মানুষটি।