সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলসহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ সহযোগিত সংগঠনের নেতৃবৃন্দরা।
বুধবার দিনব্যাপী সদর উপজেলার সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী পয়েন্ট, নীলপুর বাজার, দিরাই রাস্তা পয়েন্ট ও কাঠইর পয়েন্টে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনগনের দ্বারে দ্বারে গিয়ে নুরুল ইসলাম নুরুল ৩১ দফার কার্যক্রম তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. শেরেনুর আলী,সদর উপজেলা বিএনরি আহবায়ক লিলু মিয়া,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ-৪ আসনে সম্ভাব্য ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন,স্বাধীনতা পরবর্তী বিএনপি সরকারের সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া এমপি থাকাকালীন এই আসনে উন্নয়ন হয়েছিল। বাকি সময়টাতে এই আসনে কোন উন্নয়ন হয়নি। তাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ও হামলা মামলা মোকদ্দকমার পরোয়া না করেই সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলাম আছি এবং আগামীতে ও থাকব। তবে এই আসনটি অত্যন্ত গুরুত্বূর্ণ হওয়াতে এখানে দলের যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিলে আসনটি ধরে রাখা মুশকিল হবে। আমি মনে করি দলের নীতি নির্ধারক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসনে তৃণমূলের নেতাকর্মীদেও মতামত ও জড়িপ করে যেন যোগ্য প্রার্থী হিসেবে তাকে দলের প্রার্থী নির্ধারন করার দাবী জানাচ্ছি।



